ABOUT LCMS
প্রিয় সম্মানিত আইনজীবীগণ, আস্সালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন যে, ‘‘ছিদ্দিক এন্টারপ্রাইজ’’ দীর্ঘ এক যুগেরও বেশি সময় থেকে আইনাঙ্গনে আধুনিকায়নের মাধ্যমে বিভিন্নভাবে আপনাদেরকে সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের আইনজীবীগণের ও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ ও নিম্ন আদালতের মামলা এবং চেম্বার ব্যবস্থাপনা অত্যন্ত সহজ ও চমৎকারভাবে পরিচালনার জন্য “Law Chamber Management System” (LCMS) নামক অত্যাধুনিক কম্পিউটার সফ্টওয়্যারটি তৈরী করেছে; যা একজন বিজ্ঞ আইনজীবীর অথবা প্রতিষ্ঠানের জন্য কতটুকু প্রয়োজন এবং তার মান ও গুণ সম্পর্কে এই অল্প লেখার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু আপনি একজন বিজ্ঞ আইনজীবী অথবা একটি প্রতিষ্ঠান হিসেবে ‘‘ছিদ্দিক এন্টারপ্রাইজের’’ আইনাঙ্গনে বিগত দিনের সময়োপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও তার যথোপযুক্ত মূল্যায়নের মাধ্যমে হয়ত কিছুটা অনুধাবন করতে পারবেন।
সারা দেশের বিজ্ঞ আইনজীবীগণের ও প্রতিষ্ঠানের মামলা ও চেম্বার ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে অত্যাধুনিক ও কম্পিউটার ভিত্তিক “Law Chamber Management System”(LCMS) সফ্টওয়্যারটি তৈরি করতে গিয়ে আপনাদের অনেকেই অনেক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে বিভিন্ন তথ্য উপাত্ত ও পরামর্শ দিয়ে যে সকল সিনিয়র ও বিজ্ঞ আইনজীবীগণ/চেম্বার সহযোগিতা করেছেন যেমন- ডঃএম.জহির এন্ড এসোসিয়েটস্, খান সাইফুর রহমান এন্ড এসোসিয়েটস্, মিঃ আব্দুল কাইউম-সিনিয়র এ্যাডভোকেট, আজিজুল হক এন্ড এসোসিয়েটস্, মোহাম্মদ কামাল হোসেন-এ্যাডভোকেট ও আরো অনেকে। LCMS এর মাধ্যমে এই সকল সিনিয়র ও বিজ্ঞ আইনজীবীগণ/চেম্বার সারা দেশের নবীন ও ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীগণের নিকট প্রত্যেকেই এক একজন ‘‘আইডল’’ হিসাবে চিরজীবী হয়ে থাকবেন। ইতিমধ্যে যাঁরা আমাদের থেকে চির বিদায় নিয়েছেন আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও তাঁদের প্রিয়জনদের নিকট কৃতজ্ঞতা জানাই এবং যাঁরা আজও আমাদের সমাজে নক্ষত্র হয়ে বেঁচে আছেন তাঁদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করি।
সর্বোপরি অত্র সফ্টওয়্যারটি তৈরী করতে গিয়ে কোন রকম ভুলভ্রান্তি বা টাইপিং মিস্টেক হলে তার জন্য আমরা সকলের কাছে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশি এবং কোন প্রকার ভুলত্রুটি ধরা পড়লে তা আমরা সংশোধন করার প্রতিশ্রুতিবদ্ধ। উল্ল্যেখ যে, সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ অনুযায়ী সফটওয়্যারটির নিয়মিত আপডেট চলতে থাকবে।